মন্ত্রিপরিষদ সচিবের জীবনালেখ্য


মন্ত্রিপরিষদ সচিব জনাব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞারসংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত জনাব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ৩ অক্টোবর ২০১১ তারিখে মন্ত্রিপরিষদ সচিব পদে যোগদান করেন। তিনি বাংলাদেশ সরকারের ২০তম মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ সচিব হিসাবে তিনি মন্ত্রিসভা এবং বিভিন্ন মন্ত্রিসভা কমিটির সচিবের দায়িত্ব পালন করেন। মন্ত্রিপরিষদ বিভাগের মূল দায়িত্ব হচ্ছে মন্ত্রিসভা এবং এর কমিটিসমূহকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদান এবং গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয়। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ প্রশাসন তথা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের কাজের তদারক করে থাকে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের কাজের সমন্বয় সাধনও মন্ত্রিপরিষদ বিভাগের অন্যতম দায়িত্ব। সরকারের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা ও সমন্বয়ের অন্যতম ফোরাম সচিব সভা। মন্ত্রিপরিষদ সচিব এ সভার সভাপতি। তাছাড়া মন্ত্রিপরিষদ সচিব সিভিল প্রশাসনের উর্ধ্বতন পদসমূহে পদোন্নতির সুপারিশকারী সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)-এর সভাপতি। জনাব মোশাররাফ হোসাইন ভূইঞা ১৯৮১ সনের শুরুতে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। চাকরি জীবনে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ, স্বশাসিত সংস্থা, মাঠ প্রশাসন, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে কর্মরত ছিলেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসাবে জনাব ভূইঞা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)-এর বিকল্প গভর্নর ছিলেন। এক পর্যায়ে তিনি আইডিবির নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হন। ইতঃপূর্বে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য (ভৌত অবকাঠামো) এবং বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ে তিনি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পরিষদের সচিব এবং উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কাজ করেছেন। তিনি দুবাইস্থ বাংলাদেশ মিশনে কমার্শিয়াল কাউন্সেলর পদে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এবং বগুড়াস্থ পল্লী উন্নয়ন একাডেমীতে অনুষদ সদস্য ছিলেন। জনাব মোশাররাফ হোসাইন ভূইঞা সরকারি মালিকানাধীন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার (আইআইএফসি)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিসিডিআর,বি)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। জনাব ভূইঞা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত কার্টিন ইউনিভার্সিটি এবং যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে যথাক্রমে পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট ও পাবলিক পলিসি সম্পর্কে উচ্চশিক্ষা লাভ করেন। লোক-প্রশাসন ও উন্নয়ন ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন জার্নাল ও সংবাদপত্রে তাঁর ২০টিরও অধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। জনাব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা পদাধিকার বলে অফিসার্স ক্লাব ঢাকার চেয়ারম্যান। তিনি ইতঃপূর্বে বাংলাদেশ বিলিয়ার্ডস এ্যান্ড স্নুকার ফেডারেশনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ স্কাউস্-এর ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। জনাব ভূইঞা বিবাহিত এবং দুই সন্তানের জনক।

Comments

amp

Popular posts from this blog

All Health related Forms of Bangladesh

Details of Current Member of Parliament (MP) in Bangladesh

Junaid Ahmed Palak, MP, Honorable State Minister, Information and Communication Technology Division

Channel sNs

Other Blogs